News Britant

শিক্ষকরা উদ্যোগ নিয়ে চুল কেটে দিল ছাত্রদের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: কারও মাথায় ঝাকড়া চুল, আবার কারও দু’দিকে ছাটা মাথার উপর তেরি পাকানো, আবার কারও গোটা মাথার চুল ছাটা কিন্তু, কপালের উপরে সিঙ্গাড়ার মতো ফোলানো চুল। এই রকম বিচিত্র হেয়ার স্টাইল করে বেশ কিছু ছাত্র গত কিছুদিন ধরে স্কুলে আসছিল। স্কুলের পঠনপাঠনের চেয়ে চুলের যত্ন বেশি।
এই অভ্যাস দূর করতে বেশ কিছু দিন থেকে শিক্ষকরা সতর্ক করছিল স্কুলের ছাত্রদের। কিন্তু, কাকস্যপরিবেদনা। পড়ুয়ারা কেউ কান দিচ্ছিল না। অবশেষে শিক্ষকরা উদ্যোগ নিয়ে নাপিতের মতো কাঁচি দিয়ে চুল কেটে দিল ছাত্রদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ওদলাবাড়ি হাই স্কুলে। এনিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের বহু বার বলা সত্বেও কেউ শুনছিল না।
স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এনিয়ে অবশ্য স্কুল পড়ুয়া ও অবিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই স্কুলের এক প্রাক্তন শিক্ষক জানান, স্কুলের শিক্ষকরা এটা করতে পারেন না। পড়ুয়ারা বেয়াদবি করলে গার্জিয়ান কল করা উচিত। নিজেরা একাজ করে শিক্ষক ঠিক করেনি।
এক ছাত্রের অভিভাবক জানান, বৃহস্পতিবার আমরা বাড়িতে কেউ চুল দাড়ি ফেলি না। এমনকি বৃহস্পতিবার সেলুন বন্ধ রাখার রীতি রয়েছে। সেখানে শিক্ষকদের একাজ উচিত হয় নি। প্রয়োজন হলে আমাদের ডাকতে পারত। সামগ্রিক ভাবে সোরগোল পড়েছে ওদলাবাড়িতে।

Leave a Comment