



#মালবাজার: শুক্রবার নিজের জীবনের প্রথম কর্মস্থল এসে ঘুরে দেখে সবার সাথে মিলিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন জলপাইগুড়ি শহরে সন্মানিত রাজ্যপালের দুটি সফর সুচি ছিল। এদিন বেলা ১১ টা নাগাদ তিনি যান শহরের আসাম মোর এলাকায় মিশনারী অফ চ্যারিটি নামের এক সংস্থার দপ্তরে আসেন। সেখানে তিনি আবাসিক ও অন্যান্যদের সাথে মিলিত হন। রাজ্যপালকে এদিন আবাসিকরা স্বাগত জানায়।


রাজ্যপাল আসায় আবাসিক ও অন্যান্যরা অত্যন্ত আপ্লূত ও আনন্দিত। এদিন দ্বিতীয় কর্মসূচি ছিল জলপাইগুড়ি স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে।স্টেট ব্যাংকের এই ব্রাঞ্চ থেকে শ্রদ্ধেয় রাজ্যপাল ১৯৭৭ সালে তার কর্ম জীবন শুরু করেছিলেন। মাস ছয় শহরে ছিলেন। এদিন স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে তাকে স্বাগত জানান হয়। পরে তিনি একটি হেরিটেজ গ্লেলারি উদ্বোধন করেন।


কর্মীদের সাথে মিলিত হন। এদিন তার সময়ের অবসরপ্রাপ্ত কর্মীরাও ব্যাংকে আসেন। রাজ্যপাল তাদের সঙ্গেও মিলিত হন। স্টেট ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার প্রম অনুপ সিং জানান, আজ আমাদের কাছে একটি গর্ব ও প্রেরনার দিন। আজ আমাদের এই ব্রাঞ্চে সন্মানিয় রাজ্যপাল এসেছেন। তিনি। একটি হেরিটেজ গ্যালারি উদ্বোধন করেন।








