





#ইসলামপুর: গরীব, অসহায় সাধারণ মানুষের পাশে থেকে সর্বদাই কাজ করে চলেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের নন্দঝাড় ছাত্র সমাজ। এবারে ফের এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এই সংস্থার মানবিক বন্ধুরা। গোয়ালপোখরের নন্দঝাড় এলাকার বাসিন্দা আনন্দ সরকার পেশায় টোটোচালক। তার ২ ছেলে। বড় ছেলে আকাশ সরকারের বয়স ১৮ বছর।


সে শারীরিক বিশেষ ভাবে সক্ষম। পারিবারের আর্থিক অনটনের কারনে এতদিন ছেলের জন্য কোনো হুইল চেয়ার কিনতে পারেননি আনন্দ বাবু। ফলে ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পরতে হয়। সেকথা মাথায় রেখেই শুক্রবার রাতে ঐ সংস্থার মানবিক বন্ধুদের আর্থিক সহায়তায় একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয় পরিবারের হাতে।


এই সহায়তা পেয়ে যথেষ্ট খুশী সরকার পরিবার। নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয়, মাঝে মধ্যেই আকাশকে বস্ত্র এবং অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করা হয়। আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।








