



#মালবাজার: বাম শিক্ষক সংগঠন এ বি টি এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহায়তা শিবির অনুষ্ঠিত হল। শনিবার ওদলাবাড়ী হাই স্কুলের হলঘরে এই সহায়তা শিবিরে প্রায় ২৭৫ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। ওদলাবাড়ী এলাকার হাইস্কুল ও গার্লস স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। উপস্থিত ছিলেন এবি টিএর মাল মহকুমা সম্পাদক অজয় রায়।


কিভাবে পরীক্ষার শেষ প্রস্তুতি করতে হবে, মাথা ঠান্ডা করে সঠিক প্রশ্ন বেছে উত্তর করতে হবে তা শিক্ষক মহাশয়রা ছাত্রদের বিস্তারিত ভাবে ব্যাখ্যা কতেন। তিনটি বিষয়, ইংরাজী, বাংলা ও অঙ্ক বিষয়ের উপর এই সহায়তা শিবির হয়। পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নের উপর আলোকপাত করা হয়। ক্লাস নেন পরিমল সরকার, সৌরভ স্যাম, অবনী সরকার ও ঝুমা বরাইক।










