





#ইসলামপুর: দুই বাংলা যেন এই বিশেষ দিনটিতে মিলে গেল একসাথে। উৎসবের আবহে রীতিমতো জমজমাট হয়ে উঠলো প্রথম বর্ষের মেলা। বিহারের কিশানগঞ্জ জেলার পুঠিয়া ব্লকের বলদি হাটা ডক নদীর তীরবর্তী এলাকায় গঙ্গাস্নান ও মেলাকে কেন্দ্র করে উচ্ছাসে ভাসল হাজারো মানুষ।


মেলা কমিটির সদস্যদের পক্ষ থেকে জানা গিয়েছে যে, শনিবার এই মেলার উদ্বোধন করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের হাত ধরে। আর তারপর মাঘী পূর্ণিমা উপলক্ষে রবিবারদিন মেলায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে হয় জমজমাট লোক বাউল উৎসব।


এছাড়াও মেলাতে দিনভর সাধারণ মানুষের জন্য ছিল প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। পুণ্যার্থীরা উত্তরমুখী নদী হিসেবে ডক নদীকে পুন্য নদী মনে করে সেখানে স্নান করে পুজো অর্চনা করেন। মেলাতে বিহার বাংলার বিভিন্ন দোকানদার তাদের পসরা সাজিয়ে বসে। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে দেদার কেনাকাটা। উৎসাহী মানুষ ছুটে যান সেই মেলাতে।








