



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এবার এগিয়ে এলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন। আগামীকাল রায়গঞ্জ ব্লক প্রশাসন ও পৌর প্রশাসক মন্ডলীর সামনেই আধুনিক সাজে সজ্জিত আইসিইউ এ্যাম্বুলেন্স তুলে দেবেন তিনি। এই এ্যাম্বুলেন্স পরিচালনার ভার তুলে দেওয়া হবে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির কর্মকর্তাদের হাতে।


শনিবার দুপুরে রায়গঞ্জে এমনটাই জানালেন ওই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শ্যামাপদ রায়। তিনি বলেন, হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বাবু সারাবছর ধরে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করেন। তারই পাশাপাশি, রায়গঞ্জ, হেমতাবাদ ব্লকের বিভিন্ন অংশের মানুষের দাবি মেনে এই অত্যাধুনিক আইসিইউ এ্যাম্বুলেন্স তিনি তুলে দিচ্ছেন। এটির পরিচালনা রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সদস্যরা করবেন।


এই অত্যাধুনিক গাড়িটির মূল্য ১৮ লক্ষ টাকারও বেশি। আগামীকাল এ্যাম্বুলেন্স তুলে দেওয়ার অনুষ্ঠানে সত্যজিৎ বর্মন ছাড়াও উপস্থিত থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ মুখ্য পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা।








