News Britant

দোকানঘর নিয়ে ফের পৌরসভার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার:  আবারো অভিযোগের কেন্দ্রবিন্দুতে মালবাজার পৌরসভা। অভিযোগ উঠেছে মার্কেট কমপ্লেক্সের দোকান ঘর বন্টনকে কেন্দ্র করে। অভিযোগ করেছেন শহরের ১৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বিরাজ কুমার সিংহ। মূলত অভিযোগ উঠেছে মার্কেট কমপ্লেক্সে দুটি দোকান ঘর নেবার জন্য মালবাজার পৌরসভাকে ১৮ লক্ষ টাকা প্রদান করেছেন বিরাজ বাবু। কিন্তু এখনো পর্যন্ত দোকান ঘর দুটির মালিকানা মেলেনি।
প্রসঙ্গত জানা গেছে, ২০১৮ সালে নিজের বেকার একমাত্র সন্তানের কর্মসংস্থানের জন্য পৌরসভার অধীনে থাকা স্টেশন রোডে মার্কেট কমপ্লেক্সএ  দুটি দোকানঘর নেওয়ার জন্য পৌরসভার কাছে আবেদন পত্র জমা দেন। পরবর্তীতে সেই মোতাবেক ১৮ লক্ষ টাকা পৌরসভাতে জমা করেন। কিন্তু দোকান ঘর অধরাই থেকে যায়। বহুবার চেয়ারম্যানের সাথে দেখা করলেও কোন সদুত্তর মেলেনি বলেই অভিযোগ রেল পুলিশের অবসরপ্রাপ্ত  দম্পতির।
২০১৮ – ২০২২ বহুবার পৌরসভায় গিয়েছেন এবং কথাও বলেছেন চেয়ারম্যানের সাথে, কিন্তু কোন রকম সুরাহা হয়নি বলেই দাবি বিরাজ বাবুর। প্রসঙ্গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দোকান ঘর নিয়ে চেয়ারম্যানের গরিমসির কারণেই হতাশাগ্রস্ত হয়েই আমাদের একমাত্র সন্তান দুর্ঘটনায় প্রাণ হারান। আমার সাথেও উনি কার্যত দুর্ব্যবহার করেছেন”। তিনি আরো বলেন, “আমার প্রাপ্য দোকান ঘর অন্যের কাছে বিক্রি করে দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু চেয়ারম্যানের বাধার কারণে তা বিক্রি করে উঠতে পারিনি। উনি নিজেই দোকানঘর কিনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আর্থিক বিষয়ও চূড়ান্ত হয়েছিল”। ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে বকেয়া অর্থ রাশি মিটিয়ে দেবার লিখিত চুক্তিও করেছিলেন পৌরসভার প্যাডে। কিন্তু জানুয়ারি মাস অতিক্রম করে গেলেও আমার প্রাপ্য অর্থ আমাকে মেটানো হয়নি বলেই দাবি করেছেন বিরাজ বাবু। আর এ প্রসঙ্গে  যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার সাথে যোগাযোগ করলে তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন।
এবং তিনি বলেন, “দোকান ঘর নেবার জন্য অর্থ উনি পৌরসভায় জমা করেছেন এবং যেদিন চাইবেন সেদিনই দোকান ঘর পেয়ে যাবেন। কিন্তু, উনি এখন টাকা ফেরত চাইছেন। ওই দুটি দোকান অন্য কারোর কাছে বিক্রি হলে ওনার টাকা ফেরত পেয়ে যাবেন। আর মার্কেট কমপ্লেক্স এর দোকান ঘর বন্টনকে কেন্দ্র করে বিগত দিনেও  বহুবার  পৌরসভা ও চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমেও অভিযোগ তুলতে দেখা গিয়েছিলো। আর বারংবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড এর বিরুদ্ধে অভিযোগ ওঠায় শহরবাসীর মধ্যেও প্রশ্ন দানা বাঁধছে।
আর এই অভিযোগকে কেন্দ্র করে সোচ্চার হতে শুরু করেছে শহরের বিরোধী দলগুলিও। সিপিআই(এম) জেলা কমিটির সদস্য পার্থ দাস বলেন, “বর্তমান ক্ষমতাসিন পৌর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠছে। আমরা পৌরসভা অভিযান করে শ্বেতপত্র প্রকাশের দাবি রেখেছিলাম কিন্তু তা হয় নি। আমরা পুনরায় আন্দোলনের পথে যাবো”। মাল টাউন বিজেপির সভাপতি নবীন সাহা বলেন,” বর্তমান ক্ষমতাসীন বোর্ড দুর্নীতিগ্রস্ত। তা তাদের বিভিন্ন কর্মকান্ডেই পরিষ্কার হয়েছে। বিগত দিনও দোকান ঘর বন্টন সহ একাধিক বিষয়ে  দুর্নীতি সামনে এসেছে। অবিলম্বে দুর্নীতির কথা স্বীকার করে নিয়ে চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত”।

Leave a Comment