News Britant

শুরু হলো উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন দলুয়া মেলা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রতি বছরের মতো চোপড়ার দলুয়া মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। পুরোনো রীতি মেনে প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক ভক্ত এসে চোপড়ার ডাউক নদীর উত্তর বাহিনী নদীর জলে স্নান করে মগর বাহিনি গঙ্গা মন্দির এবং দোলুয়া শিব মন্দিরে পুজো দেন।
এই পুজোকে ঘিরে মেলা বসে ওই এলাকায়। রবিবার এই মেলার উদ্বোধন হলো। পুজো কমিটির অন্যতম সদস্য কমলেশচন্দ্র সিংহ জানান, শনিবার রাতে পুজো অনুষ্ঠিত হবে। রবিবার  থেকে মেলা শুরু। এই মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন সামগ্রীর দোকান পাট এসে বসেছেন।

Leave a Comment