News Britant

উত্তরবঙ্গে প্রথম, রায়গঞ্জ মেডিক্যাল থেকেই থ্যালাসেমিয়া রোগীরা পাবে প্রতিবন্ধকতার শংসাপত্র 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সুফল পেলেন উত্তর দিনাজপুর জেলার প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের বারংবার লিখিত আবেদনের ভিত্তিতে সম্প্রতি রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দেওয়া শুরু হয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট। এমন খবর পেতেই উদাত্ত কণ্ঠে সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিশ্ব প্রতিবন্ধী সমিতির সদস্যরা।
জানা গেছে, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় বেশ ভালো সংখ্যায় প্রতিবন্ধী ভাই বোন রয়েছে। তারা জেলার থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিভিন্ন সময় প্রতিবন্ধী সার্টিফিকেট যাতে জেলা থেকেই সংগ্রহ করা যায়, সেজন্য আবেদন করে আসছিলেন। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষে এদিন গোরা সরকার বলেন, সরকারি এই সিদ্ধান্তে আমাদের দীর্ঘদিন দাবি পূরণ  হল। এখন থেকে থ্যালাসেমিয়া রোগীরা রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তারা প্রতিবন্ধী সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
উত্তর দিনাজপুরের থ্যালাসেমিয়া আক্রান্ত ভাই-বোনদের প্রতিবন্ধী শংসাপত্র পেতে দীর্ঘদিন ধরে সমস্যা হত। আগে শংসাপত্র পেতে গেলে কলকাতা মেডিকেল কলেজ অথবা নীলরতন মেডিকেল কলেজে যেতে হত। জেলার প্রতিবন্ধী ভাই বোনরা যাতে জেলাতেই শংসাপত্র পায় তার জন্য আমরা বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছিলাম। এদিন তারই ফল পেল জেলার থ্যালাসেমিয়া আক্রান্ত ভাই-বোনরা।
উত্তরবঙ্গে প্রথম রায়গঞ্জ মেডিকেল কলেজে থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত ভাই-বোনদের শংসাপত্র দেওয়া হবে। এদিকে এই সার্টিফিকেট প্রদান নিয়ে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, সম্প্রতি থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হবে বলে সরকারি নির্দেশিকা এসে পৌছেছে।  তার প্রক্রিয়াও শুরু হয়েছে। জেলার সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা এখন থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকেই প্রতিবন্ধী শংসাপত্র পাবেন। ইতিমধ্যে বেশ কয়েক জনের মধ্যে এই সার্টিফিকেট তুলেও দেওয়া হয়েছে।

Leave a Comment