



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর বঙ্গের প্রতিটি জেলাই স্থানীয় লোক সংস্কৃতি, ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও যাত্রার জন্য প্রসিদ্ধ। সেই সংস্কৃতিকে উৎসাহ দিয়ে রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হল এবারের জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবের মুল উদ্যোক্তা ছিল উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।


উল্লেখ্য, এবারের যাত্রা উৎসবের সূচনা করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কবিতা বর্মণ, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হাসিন জোহরা রিজভী, মহকুমাশাসক কিংশুক মাইতি, রায়গঞ্জের বি ডি ও শুভজিৎ মন্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা।


উৎসবে গ্রামীণ মানুষদের লোকসংস্কৃতি প্রচার ও প্রসারে এগিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে তাদের উৎসাহ প্রদানে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদের, এমনটাই জানিয়েছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রবিবার রাতে মাঠে অনুষ্ঠিত হয় রায়গঞ্জের যাত্রা শাহজাহান আজো কাঁদে। শেষ দিনেও যাত্রা উৎসব ঘিরে ভিড় জমান বহু মানুষ।


সফলভাবে এই উৎসব শেষ করার পরে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস বলেন, প্রতি বছর প্রতিটি জেলায় বিভিন্ন আঙ্গিকে লোকশিল্পীদের নিয়ে একটা গণনাট্য উৎসব এবং সেই সঙ্গে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য যাত্রাপালার প্রদর্শন হয়। পশ্চিমবঙ্গ সরকারের নথিভূক্ত যাত্রা দলগুলি তাদের সারা বছরের প্রস্তুতির পসরা নিয়ে জেলায় জেলায় যাত্রাপালা মঞ্চস্থ করছে। রবিবার তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি হল।






