



#হেমতাবাদ: বাঙ্গালবাড়ি হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ব্যানার খোলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার বিকেল সাংবাদিক বৈঠক করে ঘটনার প্রতিবাদে সরব হল বিজেপি নেতৃত্ব। যদিও শিক্ষা সংক্রান্ত বিষয় না এমন ব্যানারি খোলা হয়েছে বলে দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।
উল্লেখ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতা সোমবার থেকে তিনদিন ব্যাপী বাঙ্গালবাড়ি হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। যেখানে থিম করা হয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কে। কিন্তু এই অনুষ্ঠানে কেন্দ্রিয় সরকারের কিছু প্রকল্পের ব্যানার ও ফেস্টুন লাগানো হলেও পরে তা খুলে ফেলা হয় পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলোও সরিয়ে ফেলা হয়। যা নিয়ে বিতর্ক শুরু হয়।
ঘটনার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করে সরব হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে একটি কর্মসূচী দেওয়া হয়েছিল বাঙ্গালবাড়ি স্কুলকে।সেজন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল সেখানে, কিন্তু সেগুলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রধানশিক্ষক খুলে দিয়েছেন। ট্যাবলোগুলিও রাস্তায় বের করতে দেয়নি।অথচ শৌচাগার উদ্বোধনেও তৃণমূল সরকারের ছবি ব্যবহার করে।তৃণমূল কংগ্রেসের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানে দাদাগিরি চালাচ্ছেন।
যদিও স্কুলের প্রধানশিক্ষক কৃষ্ণেন্দু রায়ের দাবি, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আমাদের সঙ্গে সহযোগিতায় আছে। যেহেতু বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাই যে ব্যানার ও ফেস্টুনগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয় সেগুলো দপ্তরের পক্ষথেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে।তাই শিক্ষা সংক্রান্ত ব্যানারগুলির বাইরে অন্য ব্যানারগুলি সরিয়ে দেওয়া হয়েছে।





