News Britant

গোয়ালপোখরে বিএসএফের তরফে সামাজিক কর্মসূচি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফের তরফে সামাজিক উদ্যোগ। এই অভিনব উদ্যোগ ঘিরে খুশী সাধারন মানুষ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের সোলপাড়ার ফুলবাড়ী এলাকায় ৭২ নাম্বার ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে সোমবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিন এলাকার প্রচুর মহিলা এবং পুরুষদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের বিনামূল্য ওষুধপত্র প্রদান করা হয়। এই শিবিরে উপস্থিত ডঃ শাহিনা এমসি বলেন, আজ মূলত শারীরিক দুর্বলতা এবং শরীরের ব্যথা নিয়ে একাধিক রোগী আসেন। তাদের যত্ন সহকারে চিকিৎসা করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পূর্ত ও কর্মাধ্যক্ষ তথা তৃণমূল সভাপতি ওরফে মনি, গোয়াগাঁও ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আখতার হোসেন সহ একাধিক বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Comment