News Britant

দুষ্কৃতী হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল এসইউসিআই 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর মাটিকুন্ডা দুই  গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করতে যাওয়া আন্দোলনকারীদের ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে সোমবার  ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার এর কাছে ডেপুটেশন জমা দিল এসইউসিআই। উল্লেখ্য গত ৩ তারিখে  মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতে  একশ দিনের কাজ সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানের এর সাথে আলোচনা করতে যায় উপভোক্তারা।
কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দুষ্কৃতীরা উপভোক্তাদের উপর হামলা চালায়  বলে অভিযোগ ওঠে। এসইউসিআই এর দাবি প্রধান পরিকল্পিতভাবে উপভোক্তাদের উপর হামলা চালিয়েছিল। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি উল্টে আন্দোলনকারীদের কে গ্রেফতার করা হয়েছে।  এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে ওই দুষ্কৃতীদেরকে গ্রেফতারের দাবিতে সোমবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এসইউসিআই এর পক্ষ থেকে।
এ বিষয়ে  এসইউসিআই পার্টির ইসলামপুর লোকাল সম্পাদক সুজন কৃষ্ণ পাল বলেন মানুষ পুলিশের কাছে নিরাপত্তার জন্য যায় কিন্তু মানুষকে নিরাপত্তা না দিয়ে দুষ্কৃতদেরকে আড়াল করছে তৃণমূল কংগ্রেস ও  পুলিশ প্রশাসনের একাংশ।  এইদিন পুলিশ সুপারের কাছে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানোর  পাশাপাশি আন্দোলনকারীদের থেকে লিখিত অভিযোগ গ্রহণ করার জন্য স্বারক লিপি প্রদান করা হয়।  এ বিষয়ে দ্রুত কোনরকম পদক্ষেপ না হলে পরবর্তীতে এসইউসিআই এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলেও জানান তিনি।

Leave a Comment