News Britant

হাতির হামলায় বিধ্বস্ত ঘর, কোনক্রমে প্রানে বাঁচলো বাসিন্দারা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: এক বুনো হাতির হামলায় বিধ্বস্ত হল এক বাসস্থান ও সবজি ক্ষেত। মাল মহকুমার ১২ নং গাজলডোবার ঘটনা। মঙলবার রাত সাড়ে তিনটা নাগাদ এক বুনো হাতি আপালঁচাদ জঙল থেকে বেরিয়ে গজলডোবা ১২নং  এলাকার সবজি ক্ষেতে ঢোকে। সবজির ক্ষেত তছনছ করে সোজা চলে আসে বসতি এলাকায়। বিশ্বনাথ সরকারের কাঠের ঘর ভেঙে ধুলিস্যাৎ করে। কোনক্রমে পালিয়ে বাঁচে বাসিন্দারা।
কৃষক বিশ্বনাথ সরকারে কাঠের ঘরে মজুত ধান সাবার করে তার পাকা ঘরের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে লোকজনের চীৎকারে ও পটকার আওয়াজে হাতি জঙলে ফিরে যায়।এভাবে হাতির হামলায় বড় ধরনের ক্ষতি হয়ে গেল বললেন বিশ্বনাথ বাবুর। সারা বছরের খাওয়ার ধান মজুত ছিল। সব শেষ হয়ে যায় বলে বিশ্বনাথ বাবু জানান। বনবিভাগের তারঘেরা রেঞ্জার কুনাল বর্মন বলেন একটি টিম পাঠান হয়েছে ঘটনাস্থলে। ওই এলাকায় রাতে বিশেষ নজরদারি করা হবে।

Leave a Comment