News Britant

নিখোঁজ মহিলার খোঁজ পেতে সংবাদমাধ্যমের দ্বারস্থ ও তার সন্তানরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: গত ৩১ শে জানুয়ারি থেকে নিখোঁজ চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের তিন মাইল রোড গোয়াবাড়ির ধমর্গছ এলাকার  বাসিন্দা  ৬৫ বছরের মহিলা, নাম হাজরা।  পরিবার সূত্রে জানা যায় কিশানগঞ্জ যাওয়ার জন্য  ৩১ শে জানুয়ারি তিনমাইল রেল স্টেশন  এ যায় ওই মহিলা, এরপর থেকেই নিখোঁজ সে।
সমস্ত আত্মীয় স্বজন আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর ও ওই মহিলার খোঁজ না মেলায় ৪ ফেব্রুয়ারি চোপড়া থানায় লিখিত মিসিং ডায়েরী করেন ছেলে মনজুর আলম। সোমবার নিখোঁজ মাকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হল অসহায় ছেলেমেয়েরা।

Leave a Comment