News Britant

জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, যেকোনো মুহূর্তে ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ। তাই দ্রুত সেতুটি মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষ। উল্লেখ্য, প্রায় ৯০ দশকের সময়ে তৈরি করা হয়েছিল চোপড়া ব্লকের খুজালুগছ ডক নদীর উপর এই সেতুটি। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করছে।
এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি নির্মাণের প্রায় ৩০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রক্ষণাবক্ষেণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। রক্ষণাবক্ষেণের কারণে সেতু দুর্বল হতে শুরু করেছে। শুধু তাই নয়, গোটা সেতুটি খানাখন্দে  ভরে গিয়েছে, বেরিয়ে পরেছে লোহার রড। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবে চলছে যানবাহন। যে কোনও মুহূর্তে সেতুটি ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ।  তাই এবার দ্রুত সেতুটি মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষ।
অন্যদিকে, এবিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন বলেন, চোপড়ায় বেশ কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছে। গ্রামবাসীরা ওই সেতুটির মেরামতের দাবি তুলেছেন। সেতুটি নির্মাণ বা মেরামতের জন্য অনেক টাকার দরকার আছে। বিষয়টি স্হানীয় বিধায়ক ও জেলাস্তরে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।

Leave a Comment