





#ইসলামপুর: মঙ্গলবার ইসলামপুর হাই স্কুল পরিদর্শন এ আসেন মহকুমা শাসক মোঃ আব্দুল শাহিদ। পরিদর্শনে এসে তিনি দেখতে পান বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের মধ্যে ১৪ জন শিক্ষকই অনুপস্থিত।এই বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ শলিবউদ্দিন আহমেদ জানান, এদের মধ্যে একজন শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটি ও একজন সিসিএল ছুটিতে আছেন।


দুজন প্রধান শিক্ষককে জানিয়ে এই দিন ছুটি নিয়েছেন। তবে বাকি ১০ জন শিক্ষক কোনরকম অনুমতি ছাড়াই এদিন স্কুলে আসেনি। এই শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক আছে যারা কোন রকম অনুমতি ছাড়াই ৯০ থেকে ১০০ দিন ইতিমধ্যে ছুটি কাটিয়েছেন। কি কারণে তারা বিদ্যালয়ে আসেন না সে বিষয়ে কোন ধারনা নেই প্রধান শিক্ষকেরও।


অন্যদিকে স্কুলের বাউন্ডারি ওয়াল এবং গেটের বেহালদশা ও স্কুল চত্বরে মদের বোতল পাওয়া যাওয়া প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, বাউন্ডারি ওয়াল ও গেট সংস্কারের জন্য স্কুলের পক্ষ থেকে ভাঙ্গা হয়েছে তবে মদের বোতল পাওয়া যাবার বিষয়টি তার জানা নেই। অন্যদিকে মহকুমা শাসক বলেন , কোনরকম অনুমতি ছাড়া ছুটি নেওয়া এই শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তিনি স্কুল পরিচলন কমিটিকে বিষয়টি জানিয়েছেন। জেলা শিক্ষা দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জানাবেন তিনি।








