News Britant

ছেলের হাতে মৃত্যু হলো বাবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ভারসাম্যহীন ছেলের হাতে খুন বাবা। বাঁশ দিয়ে মাথায় আঘাত করার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম নাইমুল হক, বাড়ি গোয়ালপোখর থানার মির সাহাপুর এলাকায়। গতকাল রাতে  কাজ থেকে বাড়ি ফেরেন নাইমুল হক নামে ওই ব্যক্তি।
কিছুক্ষণ পর ওই ব্যক্তির ভারসাম্যহীন ছেলে কাদের  আচমকা তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইমুল হক নামে ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ।
পুলিশ অভিযুক্ত ছেলে কে আটক করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। তবে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশেষ সরকার জানিয়েছেন ঘটনার পর অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment