



#নিউজ ডেস্কঃ এখনই শীতের প্রকোপ কমছে না। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানালেন উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে জানান, আগামী ৮ থেকে ১২ই ফেব্রুয়ারী সমগ্র উত্তর বঙ্গে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে আগামী ৮ থেকে ১২ই ফেব্রুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও বার্তায় জানান তিনি।


আলিপুরদুয়ারে আগামী ৮ ই ফেব্রুয়ারী বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৯ থেকে ১২ই ফেব্রুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে আগামী ৮ থেকে ১২ই ফেব্রুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।


সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। তিনি জানান, এই পাঁচ দিনে শীতের প্রভাব বজায় থাকার সম্ভাবনা আছে। কুয়াসার প্রভাব কিছুটা কমবে। সকাল ও সন্ধ্যা বেলা দৃশ্যমানতা কমবে, গাড়ি চালানোর সময় সাবধান থাকার উপদেশ দেওয়া হছে।








