



#রায়গঞ্জঃ তাঁর স্কুল ও পড়ুয়াদের প্রতি টান নিয়ে স্কুলের সহকর্মী, ছাত্র ছাত্রী ও আত্মীয় স্বজনেরা সবসময়ই দ্বিধাহীন ভাষায় প্রশংসা করেন। কিন্তু স্ত্রী মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে সেন্টার কমিটির মিটিং পরিচালনা করে এক অদম্য মনোবলের পরিচয় রাখলেন রায়গঞ্জ রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সিনহা। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন বিজয় বাবুর স্ত্রী সোনালী সিনহা (৩৯)।


তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাবু চিকিৎসা শুরু করলেও প্রাণ হারান তিনি। ডাক্তার বাবুরা জানান, সোনালী দেবীর মৃত্যু সংবাদ। এরকম পরিস্থিতিতে, গতকাল রাতেই সহকর্মী, আত্মীয় স্বজনদের নিয়ে রায়গঞ্জ শ্মশানে দাহ সম্পন্ন হয় বিজয় বাবুর স্ত্রীর শবদেহ। কিন্তু আজ ছিল আসন্ন ২০২৩ আ মাধ্যমিক পরীক্ষা নিয়ে রায়গঞ্জ ‘সি’ পরীক্ষা কেন্দ্রের ভেনুগুলোর সুপারভাইজারদের নিয়ে মাধ্যমিক সেন্টার কমিটির মিটিং।


উত্তর দিনাজপুর জেলা মাধ্যমিক পরীক্ষার কনভেনর প্রসূন কুমার দত্ত বলেন, মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ সি সেন্টারের মিটিং ছিল। সেই সেন্টারের ইনচার্জ রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সিনহা। গতরাতে তিনি তাঁর সদ্য প্রয়াত স্ত্রীর শবদেহের দাহকাজ সম্পন্ন করেছেন। তারপর এদিন সমস্ত পারিবারিক কর্মকাণ্ডের সাথে সাথে মাধ্যমিক পরীক্ষার মিটিংয়ে উপস্থিত থেকে এক ভিন্ন ধরনের মানসিকতার পরিচয় দিলেন।


উনি যে নিজের স্কুল ও পরীক্ষা নিয়ে কতটা চিন্তাশীল, এটা তার একটা বহিঃপ্রকাশ মাত্র। আমরা ওঁনার এই মানসিকতাকে কুর্নিশ জানাই। জানা গেছে, এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার মাধ্যমিক পরীক্ষার কনভেনর সুব্রত সাহা, জেলা মনিটরিং কমিটির সদস্য সুনীল চন্দ্র বর্মন সহ ৬টি ভেন্যুর সুপারভাইজাররা। তাঁরা প্রত্যেকেই বিজয় বাবুর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় বাবুর কর্মচঞ্চল মানসিকতাকে স্যালুট জানিয়েছেন। যদিও বিজয় বাবু নিজে এটাকে পারিবারিক জীবনের বাইরে, বিশাল দায়িত্ব বলে স্বীকার করে নিয়েছেন। মিটিং শেষ করেই বিজয় বাবু পৌঁছান সুদর্শনপুরের বাড়িতে, যেখানে অপেক্ষা করে রয়েছে মেয়ে।






