News Britant

বিদেশ থেকে ডাক্তার হয়ে ফিরলো কৃষকের ছেলে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: মনে অদম্য ইচ্ছেশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই লক্ষ্যপূরনের পথে বাধা হতে পারেনা। সে শারীরিক প্রতিবন্ধকতাই হোক কিংবা মানসিক। এমনই অদম্য মানসিক জোর নিয়ে কৃষক পরিবারের ছেলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে ফিরে এলেন গ্রামে।  চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা এলাকার বাসিন্দা পেশায় কৃষক মুস্তাফা আলমের ছেলে আশরাফুল হক।
সম্প্রতি রাশিয়ার কাজাকসান মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করে বাড়ি ফেরায় খুশির আবহ তৈরী হয়েছে গ্রাম জুড়ে। কার্ডিয়াক সার্জেন বা গাইনকোলজিস্ট হওয়ার ইচ্ছে আশরাফুলের। কিছুটা পেছনে তাকালে দেখা যাবে, হাজার বিঘা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আশরাফুল। পরে আল হিলাল মিশন থেকে পড়াশুনা করে রাশিয়া পাড়ি দিয়েছিল সে।
গরীব কৃষক  মুস্তফা আলমের তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার। আশরাফুলকে ডাক্তার তৈরি করতে সর্বস্ব খুইয়েছেন বাবা। বর্তমানে মুস্তাফা আলমের এক ছেলে জমিরুল ইসলাম দিল্লিতে কাজ করে এবং অপর ছেলে আমিরুল ইসলাম বাড়িতেই কৃষিকাজ করে। আশরাফুলের এই সফলতার পেছনে তাঁর পরিবার ছাড়াও অনেকেরই অবদান রয়েছে।
সবমিলিয়ে কষ্টের দিন পেরিয়ে ছেলেকে ডাক্তার করতে পেরে আনন্দের বাতাবরণ মুস্তাফা আলমের পরিবারের পাশাপাশি দক্ষিণ হাজার বিঘা গ্রামে। আশরাফুলের ইচ্ছে গ্রামের মানুষদের উন্নত চিকিৎসা দিতে সেখানে হাসপাতাল গড়ার। যাকে ঘিরে আশায় বুক বাঁধছেন গ্রামের মানুষজন।

Leave a Comment