





#মালবাজার: ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে পাচ দিন ব্যাপি নানা ধর্মীয় অনুষ্ঠান এবং বিনামুল্যে সাধারণ মানুষদের চিকিৎসা পরিসেবা অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনুষ্ঠানে ভক্তদের পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষ জমায়েত হচ্ছে এই মঠে। চলছে প্রসাদের ভান্ডারার ব্যাবস্থা। ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠের শ্রী ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ বলেন, পাচ দিন ব্যাপি উৎসব চলছে এই মঠে।


চলছে চিকিৎসা পরিসেবা এবং ভান্ডারার ব্যাবস্থা। তিনি বলেন গত ৫ই ফেব্রুয়ারী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত মধুসুধন গোষ্যামী মহারাজের ৮৪ তম ব্যাস পুজো অনুষ্ঠিত হয়। হয়েছে নগর কৃত্তন এবং মহা প্রসাদের ব্যাবস্থা। ৮ই ফেব্রুয়ারী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের ১২৫ তম পুজো অনুষ্ঠিত হলো। এদিন সকালে পুজো, আরতি এবং মহা প্রসাদের ব্যাবস্থা করা হয়। এদিনএই ব্যাস পুজো উপলক্ষে বিনা মুল্যে চক্ষু পরিক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই মঠে। শিলিগুড়ির লায়েন্স নেত্রালয়ের সহযোগিতায় এই শিবিরে প্রায় ১৫০ জন মানুষের চোখ পরিক্ষা করেন চিকিৎসকেরা।


পাশাপাশি চশমাও দেওয়া হয়। যাদের চোখের ছানির অপারেশন করতে হবে, সেইসব মানুষকে বিনা মুল্যে শিলিগুড়ি নিয়ে অপারেশন করা হবে বলে ভাগবত মহারাজ জানান। এছাড়া আগামী ১০ই ফেব্রুয়ারী জগত গুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ১৫০ তম ব্যাস পুজো অনুষ্ঠিত হবে। সেই দিন শিলিগুড়ির চিকিৎসক দারা বিনা মুল্যে দাতের চিকিৎসা অনুষ্ঠিত হবে এই মঠ প্রাঙ্গনে। মঠের সেক্রেটারি গদাই দাস ব্রম্মচারী বলেন, ধর্মিও অনুষ্ঠানের পাশাপাশি গরীব এবং দুস্থ: মানুষদের সেবা করাও আমাদের দায়িত্ব।


তাই আগামি ১০ই ফেব্রুয়ারী প্রায় ১৫০-২০০ জন গরীব মানুষদের জন্য দুপুরে প্রসাদের ব্যাবস্থা করা হয়েছে। সেই দিনো প্রায় ২০০ মানুষের দাতের চিকিৎসা হবে। ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠের এই উদ্যোগে খুশি ভক্ত থেকে সাধারন মানুষ।






