





#রায়গঞ্জঃ সাধারণ মানুষকে মাটি সংরক্ষণের বার্তা দিতে সাইকেলে ভারত ভ্রমণকারী সুরেন্দ্র যাদব নামে এক যুবক রায়গঞ্জে এসে পৌচ্ছালেন মঙ্গলবার। জাতীয় সড়কে সাইকেল চালানোর সময় সুরেন্দ্র যাদবের সাথে দেখা হল আমাদের প্রতিবেদকের। জানা গেছে, তার বাড়ি মধ্যপ্রদেশের বিরপুরা গ্রামে। ২০২২ সালের ২৬শে মার্চ তামিলনাড়ুর কোয়েমবাটুর থেকে তার এই সচেতনতা মূলক যাত্রা শুরু হয়।


বিগত ১১ মাসে দেশের ১৯টি রাজ্যের বুক চিরে সাইকেল নিয়ে প্রায় ২২ হাজার কিলোমিটারের অধিক যাত্রা পথ অতিক্রম করে গতকাল পশ্চিমবঙ্গের রায়গঞ্জে এসে পৌচ্ছান তিনি। তিনি আসতেই রাস্তায় সাধারণ মানুষরা তাকে পথ আটকে অভিবাদন ও শুভেচ্ছা জানায়। সংবর্ধনা প্রদান করেন বণিক সংগঠন গুলোও। মূলত, বর্তমানে মাত্রাতিক্ত রাসায়নিক ও কেমিক্যাল প্রয়োগের ফলে মাটির স্বাস্থ্য সংকটে পড়েছে।


তাই মাটির দূষণ রোধ করে সাধারণ মানুষকে মাটিকে সংরক্ষণ করার বার্তা দিতেই সাইকেল নিয়ে তার এই দেশ ব্যপী সচেতনতা মূলক প্রচার অভিযান। সুরেন্দ্র যাদব তার এই দীর্ঘ যাত্রা পথে পথ চলতি সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজে স্থানীয় পরিবেশ প্রেমীদের সহযোগিতায় মাটি সংরক্ষণের প্রচার করছেন বলে জানা যায়। আগামীতে শিলিগুড়ি হয়ে পশ্চিমবঙ্গের সীমানা অতিক্রম করে অরুনাচল প্রদেশ, বিহার, ঝাড়খন্ড পেরিয়ে মধ্যপ্রদেশে তাই এই যাত্রার সমাপ্তি হবে বলে এদিন জানায় মধ্যপ্রদেশের যুবক সুরেন্দ্র যাদব।








