News Britant

টোল কর্তৃপক্ষের খামখেয়ালিপনা, আবারও লাগাতার বাস ধর্মঘটের ডাক 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ পানিশালা টোল কর্তৃপক্ষের বেআইনি ভাবে টোল আদায়ের কারনে উত্তর দিনাজপুর জেলার বাস মিনিবাস মালিক সমিতি পুনরায় হাঁটতে চলেছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের পথে। উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওউনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, জাতীয় সড়কের রাস্তা সম্পূর্ণ না হতেই কোনো রকম আগাম জানান না দিয়ে, গত ২৮শে জানুয়ারি রায়গঞ্জ লাগোয়া পানিশালা টোল গেট চালু করা হয়।
এরপর, রায়গঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতি ও ট্রেকার মালিক সমিতির সদস্যগন যৌথ ভাবে টোল আদায় বন্ধ করার কথা পানিশালা টোল প্লাজা কর্তৃপক্ষ কে বলতে গেলে টোল প্লাজা কর্তৃপক্ষের মদতে তাদের কর্মীরা বাস মালিক সমিতির সদস্যদের মারধর করে। যায় মধ্যে ৩ জন এখনও চিকিৎসাধীন। সম্পাদকের পা ভেঙে দেওয়া হয়। ঠিক এই পরিস্থিতিতে গত ২৯শে জানুয়ারি থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ঐ দিন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের উদ্যোগে ডিএসপি, রায়গঞ্জ পৌরসভার উপ পৌর প্রশাসক ও বাস ও ট্রেকার মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১লা ফেব্রুয়ারী থেকে পনিশালা টোল হয়ে দিনে একাধিকবার চলাচলকারী বাস মাসিক ৩০০০ টাকা ও ট্রেকার মাসিক ১৫০০ টাকার মাসিক পাস নিয়ে চলচল করবে।
উত্তর দিনাজপুর জেলায় নথিভূক্ত  দুর পাল্লার বাস, মিনিবাস দৈনিক ২৪ ঘণ্টা যাতায়াতে ২০০ টাকা টোল ফ্রী প্রদান করবে। এই সিদ্ধান্ত হবার পর ৩১শে জানুয়ারি গাজলে মুখ্যমন্ত্রীর সভা থাকার কারনে প্রশাসনের অনুরোধে ৩০শে জানুয়ারি থেকে পুনরায় বেসরকারী বাস মিনিবাস পরিষেবা চালু হয়। প্লাবন বাবু জানান, এরপর ১লা ফেব্রুয়ারী বাস মালিক সমিতির প্রতিনিধিগণ ২০০ টাকার বিনিময়ে দৈনিক টোল পার করার বিষয়টি বলতেই টোল প্লাজা কর্তিপক্ষ বিষয়টি অস্বীকার করে।
তারা বলেন, যাতায়াতে ১২৫+১২৫=২৫০ টাকা দিয়ে চলাচল করতে হবে, এটাই সরকারি নিয়ম। কিন্তু এদিন অবধি আমাদের গাড়িগুলো থেকে বেআইনি ভাবে ৩৮০ টাকা কাটা হচ্ছে।কোনো কোনো গাড়ি থেকে ৫০০ টাকা দৈনিক যাতায়াতে কাটা হচ্ছে। এমনকি বহিরাগত জেলার গাড়ি গুলো যেগুলি থেকে ৩৮০ টাকা নেবার কথা সেগুলো থেকেও ৫০০ টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি রায়গঞ্জ থানার আইসি কে বলা হলেও তিনি কোন সুরাহা করতে পারছেন না।
এই পরিস্থিতিতে কি করা হবে জানতে চাইলে প্লাবন বাবু বলেন, এই অবস্থায় উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগন মালদায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিসে সাদেব আলির সাথে দেখা করে এই অন্যায় অত্যাচারের কথা জানানো হয়। আলোচনায় তিনি টোল প্লাজা কর্তৃপক্ষের এই বেআইনি কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী, যে জেলায় টোল তৈরী হয়, সে জেলার গাড়ি ৫০ শতাংশ টোল ছাড় পায়।
কিন্তু পানিশালা টোল কর্তৃপক্ষ  সেটা মানতে নারাজ। তাই আগামী ৯ই ফেব্রুয়ারীর মধ্যে জেলায় নথিভুক্ত বাসের টোল সরকারি নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টা যাতায়াতে ২৫০ টাকার বেশি নেওয়া হলে, আগামী ১০ই ফেব্রুয়ারী থেকে জেলা জুড়ে বাস ও মিনিবাস পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। এখন দেখার, এই ধর্মঘটের কর্মসূচিতে টোল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Leave a Comment