News Britant

প্রশাসনিক সহযোগিতায় ইসলামপুরের আইডিয়াল ক্লাব এর  ঘর ভাঙ্গা হলো বুধবার 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুরে সরকারি জায়গায় গড়ে ওঠা ক্লাব ঘর সরিয়ে নেওয়ার জন্য একাধিক ক্লাবকে নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সেই নির্দেশ অনুযায়ী বুধবার উকিল পাড়া সংলগ্ন আইডিয়াল ক্লাব প্রশাসনের সহযোগিতায় সরিয়ে নিলেন ক্লাব কর্মকর্তারা। এই ক্লাব ভাঙ্গা কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম।
এ বিষয়ে আরিকুল ইসলাম জানায় নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই আইডিয়াল ক্লাব কর্তৃপক্ষ  ক্লাব সরিয়ে ফেলার ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছে।  পাশাপাশি তিনি জানান কর্মকর্তারা ক্লাব ভাঙাতে জেসিবি জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল।
তাই প্রশাসনের সহযোগিতায় এদিন তারা নিজেরাই নিজেদের ক্লাব সরিয়ে নিচ্ছেন। এদিন ক্লাবের স্পোর্টস সেক্রেটারি আমিন হোসেন বলেন, প্রশাসনের নির্দেশ মেনে প্রশাসনিক সহযোগিতায় আমরা ক্লাব সরিয়ে নিচ্ছি।

Leave a Comment