



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিগত বছরের শেষদিকে ক্যান্সার আক্রান্ত হয়ে সংসারের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন কল্যানী চৌধুরী। ক্যান্সার আক্রান্ত শাশুড়ির এই হঠাৎ প্রয়ানে শোকসন্তপ্ত হয়ে পড়েন পরিবারের সকলের সঙ্গে একমাত্র বৌমা পারোমিতা রায়। বুধবার বিকেলে সেই পরলোকগত শাশুড়ীর স্মৃতিতে নিজের মাথার চুল থেকে ২৫ ইঞ্চি চুল দান করলেন রায়গঞ্জ কর্নজোড়া হাই স্কুলের সহ শিক্ষিকা পারোমিতা রায়।


পারোমিতা দেবীর এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্বামী সন্দীপ চৌধুরীও। জানা গেছে, গত ২০২২ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বানবোল গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকার চাকুরী থেকে অবসর নেওয়া কল্যানী দেবী। কিন্তু হঠাৎই মারন রোগ থাবা বসিয়ে দেয় তাঁর শরীরে। চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত চার মাস আগে আজকের তারিখেই জীবনযুদ্ধে হেরে যান তিনি।


সেই শাশুড়ী মায়ের স্মৃতিতে এদিন কেশদান করলেন পুত্রবধূ পারোমিতা রায়। এই দীর্ঘ চুল তিনি তুলে দেন রায়গঞ্জ মুক্তির কান্ডারী নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। এরপর স্বামীকে পাশে নিয়ে পারোমিতা দেবী বলেন, আমার শাশুড়ী মা আমার লম্বা চুলকে ভীষণ পছন্দ করতেন। কিন্তু তাঁর চিকিৎসা চলাকালীন তিনি যখন দেখেন কেমোথেরাপি নেওয়া রোগীদের চুল ঝড়ে যায়, তখন তিনি আমার লম্বা চুল দান করার কথা বলেন।


আজ মাকে হারানোর চার মাস পরে তাঁর আত্মার শান্তি কামনায় এই চুল দান করছি। এই দান গ্রহণ করে মুম্বাইয়ের মদত ট্রাষ্টের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে জানালেন রায়গঞ্জ মুক্তির কান্ডারী নামক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য ও নিবেদিতা ভট্টাচার্য।






