News Britant

জাতীয় কংগ্রেসের হাত সে হাত জোড়ো কর্মসূচির প্রস্তুতি বৈঠক রায়গঞ্জে  

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ সফল ভাবে সংঘটিত ভারত জোড়ো কর্মসূচির পর রাহুল গান্ধীর ডাকে শুরু হতে চলেছে হাত সে হাত জোড়ো কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের জেলা কার্যালয় মহত্মা গান্ধী ভবনে আয়োজিত হল একটি প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক জনাব গুলাম আহমেদ মীর।
জানা গেছে, সম্প্রতি রাহুল গান্ধী সাড়ে ৩ হাজার কিমি পদযাত্রা শেষ করেন কাশ্মীরে গিয়ে। এই যাত্রার মাধ্যমে সারা ভারতে বিজেপির ধংসাত্মক রাজনীতির তীব্র বিরোধিতা করেন রাহুল গান্ধী। তার প্রেক্ষিতে  বিজেপির বিরুদ্ধে তৈরি করা হয়েছে এক চার্জশিট। সেই চার্জশিট ও সফল ভারত জোড়ো যাত্রার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য হাত সে হাত জোড়ো কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন জনাব গুলাম আহমেদ মীর।
তিনি বলেন, এরপর খুব শিগগিরই কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত রাহুল গান্ধী দ্বিতীয় ধাপের ভারত জোড়ো কর্মসূচি গ্রহণ করতে চলেছেন। তারই প্রস্তুতি হিসেবে জাতীয় কংগ্রেসের বার্তা পৌঁছে দিতে এদিনের বৈঠক বলে জানালেন দলীয় পর্যবেক্ষক। এই কর্মসূচি সফল করতে, আগামীদিনে কনভেনশনও করা হবে বলে জানালেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত।

Leave a Comment