



#মালবাজার: এক রাত্রে দুটি বাড়ি সহ একটি দোকানে হামলা চালালো বুনো হাতি। ঘটনায় সমগ্ৰ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানাগেছে, গতকাল রাত্রে প্রথমে হাতিটি ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকায় তান্ডব চালায়। হাতিটি মঙ্গলবাড়ী বস্তি টিকলাইনে বিক্রম ওরাও এর রান্না ঘর গুঁড়িয়ে দেয় একটি হাতি।


ঘরে মজুদ খাদ্যদ্রব্য সহ আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। এরপর হাতিটি চলে আসে বাতাবাড়ি খাল পাড়া এলাকায়। সেখানে রথিন রায়ের গোয়াল ঘরে মজুদ ধানের গোলায় হামলা চালিয়ে মজুদ ৪০ মন ধান নষ্ট করে ও সাবার করে। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি সেখান থেকে চলে যায় বাতাবাড়ি খরপাড়া এলাকায়।


সেখানে বিকাশ ওঁরাও এর দোকানে হামলা চালায়। ভোর রাত নাগাদ হাতিটি ফের গরুমারা জঙ্গলে চলে যায়। হাতিটির হানায় যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। টিক লাইনের ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সদস্যা সপ্না ওরাও। বনদপ্তর সূত্রে জানা যায়, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদান করা হবে।








