News Britant

দিগনা সেতুতে যান চলাচল নিষিদ্ধ, সমস্যায় সাধারণ মানুষ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইটাহারঃ দিগনা সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে জেলা হাইওয়ে ডিভিশন। সেতুটির মেরামতি ও সংস্কারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গত ৬ই ফেব্রুয়ারী থেকে আগামী ১৬ই ফেব্রুয়ারী পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই ইটাহার চৌরাস্তা মোড়ে সহ বিপদজ্জনক সেতুর দুই প্রান্তে বোর্ড লাগিয়ে এই নির্দেশিকার কথা জানানো হয়েছে।

বোর্ড লাগানোর পাশাপাশি ওই রাস্তায় ভারী যান চলচল নিয়ন্ত্রণ করতে সতর্কতার সাথে কর্তব্য পালন করছেন ইটাহার থানার ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। প্রশাসন সূত্রে জানা গেছে, ইটাহার-চাঁচোল রাজ্য সড়কে গামারী নদীর উপরে দিগনা সেতুর দুই প্রান্ত খানিকটা বসে যাওয়ায় সাধারণ মানুষের কাছে তা বিপজ্জনক হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বিপদের ঝুঁকি নিয়ে বাস, ট্রাক সহ বিভিন্ন ছোট ও মাঝারি যানবাহনে চেপে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করছিল।

তবে সম্প্রতি সেতুটির সংস্কার ও মেরামতির উদ্যোগ নিয়েছে রাজ্যের সড়ক বিভাগ। ইতিমধ্যে দ্রুততার সাথে কাজও শুরু হয়ে গিয়েছে। টানা ১০ দিন ট্রাক ও পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন এলাকার মানুষ। বাসিন্দাদের দাবি, অতি দ্রুত ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন করে সমস্ত যান চলাচল স্বাভাবিক করা হোক।

সেতুটি দ্রুত মেরামত ও সংস্কারের জন্য প্রশাসনের তরফে সহযোগিতা করা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতা করার আবেদন জানান ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস। সেতু কবে আবারও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Leave a Comment