News Britant

প্রাথমিক স্কুলের আন্তঃ জেলা ক্রীড়া রায়গঞ্জে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বৃহস্পতিবার সকালে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় গুলোর ৩৮তম আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এই ৩৮ তম শীতকালীল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এই ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ করোনেশন স্কুল ময়দান থেকে শুরু হয়ে রায়গঞ্জ স্টেডিয়াম পর্যন্ত হয়।জানা গেছে, এদিনের এই ক্রীড়া প্রতিযোগীতায় ৩৪ টি বিভাগে ১৮০ জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি,জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন দুলাল সরকার সহ অন্যান্যরা।

Leave a Comment