News Britant

বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হেমতাবাদে, আহত ২০

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

হেমতাবাদ: বৃহস্পতিবার সকালের দিকে এক মর্মান্তিক পথ দূর্ঘটনা সংঘটিত হল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড় এলাকায়। পরস্পর বিপরীত দিক থেকে আসা একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের এই পথ দূর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হেমতাবাদের বাঙালবাড়ি মোড় এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে রায়গঞ্জ মুখী লরি ও একটি বালুরঘাট গামী যাত্রী বোঝাই বেসরকারী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটে।

এই ঘটনায় ২০ জন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাদের প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারমধ্যে ১৮ জনকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয়। খবর পেয়েই ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। মারাত্মক ভাবে আহত ২ চালক সহ যাত্রীদের উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আটকে পড়ে যান চলাচল। উদ্ধার কাজ শেষ হলে সড়কে আবারও শুরু হয় যান চলাচল। বাস ও লরিটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Leave a Comment