News Britant

বিএসএফের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক উদ্যোগ বিএসএফের। সেই চিত্রই উঠে এল ১৫২ বাহিনী সীমান্ত সুরক্ষা বলের পক্ষ থেকে। শুক্রবার বিএসএফের পক্ষ থেকে জগতগাঁও ঠাকুরবাড়িতে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে। যার শুভ উদ্বোধন করা হয় অভিনব ভাবে। এক বয়স্ক গ্রামবাসীর হাত দিয়ে ফিতা কেটে উদ্বোধন হয়।
সীমান্তবর্তী গ্রামের স্বার্থে সময়ে সময়ে নিরাপত্তা বাহিনী প্রায়শই এক বা একাধিক বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন বৈঠক করে থাকেন। মূলত সীমান্ত এলাকার জনগণের কল্যাণের কথা মাথায় রেখে এই সব কর্মসূচি চলতে থাকে। যার ফলে সীমান্তবাসীদের মনে সীমা সুরক্ষা বলের প্রতি সম্প্রীতির অনুভূতি বৃদ্ধি পায় এবং তারা এটিকে তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখেন।
আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সন্দীপ কুমার খাত্রী। শ্রী বিবেক সিং, অফিসার ইন কমান্ড অফ ওয়াহিদি, গয়া এবং শ্রী রাজীব রঞ্জন রাই  উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই ব্লকে ‘ডঃ অভিজিৎ মুখোপাধ্যায় সিনিয়র মেডিকেল অফিসার (এফ)’-এর তত্ত্বাবধানে আরও পাঁচজন চিকিৎসক শিবিরে অংশ নেন। সমস্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এদিন।

Leave a Comment