





#ইসলামপুর: অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ভুট্টার জমিতে। যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। স্হানীয় বাসিন্দারা জানান, ওই যুবককে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল স্হানীয়রা ওই যুবককে ভুট্টার জমিতে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।


দেহের পাশে একটি বাইকও ছিল। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










