





#ইসলামপুর: আবারও মাদক অভিযানে বড় সড় সফল্য পেল ইসলামপুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, তল্লাশী অভিযান চালায় আবগারি দফতর। ইসলামপুরের মহকুমা শাসকের নির্দেশে মহকুমা প্রশাসন ও আফগারি দপ্তর যৌথ উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায়।


একটি দোকান থেকে ছোট ছোট প্যাকেটে গাঁজা উদ্ধার হয়। তা বাজেয়াপ্ত করে মহকুমা প্রশাসন। যদিও দোকানের মালিক প্রসাশনের আগমনের খবর পেয়ে দোকান ছেড়ে পালিয়ে যান। মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাঙ্গে টাসি ডুকপা বলেন, প্রায় ৩৮৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, ঐ দোকান থেকে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশী।










