





#মালবাজার: মাল পৌরসভা সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকিয়ে নবতম উদ্যোগ গ্রহণ করলো। দীর্ঘদিন ধরেই শহরের সুভাষ মোড় দূর্গা মন্দির এলাকায় মালবাজার পৌরসভা পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসার বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে আসছে। আর সেই পরিষেবার মধ্যেই নতুনভাবে সংযোজিত হয়েছে প্রসূতি মা সহ এক বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে।


মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং প্রাথমিক সেন্টার গুলোর রোগীদের চিকিৎসকের পরামর্শ মত প্রয়োজনীয় টেস্ট বিনামূল্যে প্রদান করবে পৌরসভা পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার। মূলত পৌরসভা, মালবাজার বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক, পঞ্চায়েত সমিতির মধ্যে একটি মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে এই পরিষেবা প্রদান করা হবে বলেই দাবী চেয়ারম্যান স্বপন সাহার।


এদিন মালবাজার পৌরসভার কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, “এখন থেকে প্রসূতি মা ও এক বছর বয়সী সমস্ত শিশুদের চিকিৎসার প্রয়োজনমতো বিভিন্ন ধরনের টেস্ট পৌরসভা পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শুধু পৌর এলাকা নয়, মাল ব্লকের সমস্ত প্রসুতি মা ও শিশুরা এই পরিসেবা পাবে”।


রাজ্য তথ দেশে এজাতীয় উদ্যোগ মাল পৌর সভা প্রথম নিয়েছে বলে চেয়ারম্যান শ্রী সাহা দাবি করেন। পৌরসভার এই উদ্যোগ গ্রহণের ফলে উপকৃত হবেন মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চল ও চা বাগানের প্রসূতি মা সহ এক বছর বয়স পর্যন্ত শিশুরা এমনটাই আশা স্থানীয় মানুষের।






