



#রায়গঞ্জঃ পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কিছুদিনের মধ্যে রায়গঞ্জ শহর বা পৌরসভার ভেতরে যাত্রী পরিষেবা দেবে কেবলমাত্র পৌরসভার ভেতরে বসবাসকারী ই রিক্সা চালকেরা। গ্রামের বাসিন্দারা ব্যবহার করবে গ্রামাঞ্চলের টোটো বা ই রিক্সা। এমন সিদ্ধান্ত ঘোষণা হতেই শুক্রবার ভরদুপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করল রায়গঞ্জ লাগোয়া পঞ্চায়েতের টোটো চালকেরা।


জানা গেছে, সম্প্রতি রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আগামী এপ্রিল মাসের মধ্যে রায়গঞ্জ শহরের সমস্ত টোটো মালিকদের ই-রিক্সা নেওয়ার সময় সীমা বেঁধে দেওয়া হয়। মে মাস থেকে রায়গঞ্জ শহরে কোনো টোটো চলাচল করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছিলেন পৌর প্রশাসকেরা।
এদিকে এমন সিদ্ধান্তে যে গ্রামের টোটোচালকেরা মেনে নেবেন না, তার আভাস পাওয়া যাচ্ছিল ২দিন থেকেই।


শুক্রবার দুপুরে রায়গঞ্জ শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে তাহেরপুর গ্রামের রাস্তায় পৌরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল স্থানীয় টোটোচালকেরা। তাদের দাবি, আমরা রায়গঞ্জ পৌরসভার এমন সিদ্ধান্ত মানছি না। গ্রামের মানুষ সবসময়ই শহরমুখী। চিকিৎসা, শিক্ষা, ব্যবসার কাজে সকলকে শহরে ছুটতে হয়, তাই আমরা যদি শহরে টোটো চালাতে না পারি, তাহলে একদিকে যেমন গ্রামের বাসিন্দারা বিপদে পড়বেন, অসুস্থ রোগীরা পৌরসভায় ঢোকার মুখে হয়রানি হবেন, তেমনি রায়গঞ্জের যাত্রী পরিবহনে সেখানকার ই রিক্সা সামাল দিতে পারবে না।


পৌরসভা যদি এই সিদ্ধান্তে অবিচল থাকে, তাহলে আমরাও আমাদের গ্রামে শহরের শিক্ষক, ডাক্তার বা কোনো শহরের গাড়ি আসতে দেব না বলে হুঁশিয়ারি দেন টোটোচালকেরা। এরকম পরিস্থিতিতে টোটো চালকদের পাশে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানীও। এখন দেখার, পৌরসভা নিজের সিদ্ধান্তে কতদিন অনড় থাকে।






