News Britant

বিজ্ঞান অভিযানে নামছে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ কুসংস্কারের নাগপাশ আজও ছিড়ে বের হতে পারছে না বহু মানুষ। তাই প্রথম বিশ্বের দেশগুলোতে যখন আধুনিক শিক্ষার বিস্তার ঘটছে, তখন এদেশের মানুষকে বিজ্ঞান শিক্ষায় জাগ্রত করতে উঠে পড়ে লেগেছে বিজ্ঞান কর্মীরা। তারই অঙ্গ হিসেবে আগামীকাল পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে শুরু হচ্ছে বিজ্ঞান অভিযান।
এতে ট্যাবলোর ফ্লেক্সে যেমন থাকবে কিছু বার্তা, তেমনি নাটক, পথসভা, হাতে কলমে বিজ্ঞান শিক্ষার মত বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে জানালেন রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী। তিনি জানান, আমাদের বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আগামীকাল শনিবার বাঙ্গালবাড়ি ও সমসপুর, রবিবার মহারাজাহাট ও বারোদুয়ারীতে এই বিজ্ঞান অভিযান কর্মসূচি পালন করা হবে।
পরের সপ্তাহে ১৮ই ফেব্রুয়ারী শনিবার  হাতিয়া ও সুরুণ, ১৮ই ফেব্রুয়ারী রবিবার জামবাড়ি ও শাকধোয়া হাটে এই কর্মসূচি পালন করব। এতে জনমানসের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব হবে বলেও তিনি জানান।

Leave a Comment