News Britant

প্রাইভেট এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগের প্রতিবাদে রায়গঞ্জে ডেপুটেশনে শিক্ষকেরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের ভগীলতা হাই স্কুলে দীর্ঘ ৪ বছর ল্যাব সহকারী পদে চাকুরি করার পর ২০২১ সালের অক্টোবর মাসে হঠাৎই হাতে ধরিয়ে দেওয়া হয়, ছাটাইয়ের নির্দেশ। হঠাৎ চাকরি হারিয়ে বিপদে মোহিনীগঞ্জের বাসিন্দা ম্যাগডালীনা ধানোয়ার। একই অবস্থা কারিগরি দপ্তরের অধীনে নিযোগ প্রাপ্ত শিক্ষক ইমতাজ আলীরও। উনিও চাকুরী হারিয়ে আজ দিশেহারা। মাসের বেতন হয় না নিয়মিত, নেই সরকারি পুস্তক।
প্রাইভেট এজেন্সির মাধ্যমে চাকরি পেয়ে এমন দোলাচলে জেলার কমপক্ষে ৫০ জন শিক্ষক শিক্ষিকা। এরকম অবস্থায়, প্রাইভেট এজেন্সি দিয়ে সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা চলবে না। টাকা দিয়ে চাকুরি বিক্রি করা চলবে না। অবিলম্বে সরকার ও সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর অন্তর্ভুক্ত বৃত্তিমূলক শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত চাকুরী সুনিশ্চিতকরণ।
এবং শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অন্যায়ভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শককে  গণ ডেপুটেশন তুলে দিল শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় এনএসকিউএফ এর অন্তর্গত উত্তর দিনাজপুর জেলায় কমপক্ষে ৫০ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। কিন্তু তাদেরকে কোনো কারন না জানিয়ে চাকুরী থেকে বরখাস্ত করছেন প্রাইভেট এজেন্সি।
এবিষয়ে বিক্ষোভ রত শিক্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মণ্ডল বলেন, দীর্ঘ দিন চাকরি করলেও অন্যান্য রাজ্যের মত  আজ আমাদের বেতন বাড়েনি। পাশাপাশি, আজ পর্যন্ত গত মাসের বেতন পাইনি। হতাশ নির্মল বাবু ও চাকুরী থেকে বরখাস্ত মাগডালীনা ধানোয়ার বলেন, বারংবার দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো সুফল পাওয়া যাচ্ছে না। আমাদের দাবি না পূরণ হলে, এবার আমরন অনশণে বসতে বাধ্য হব, জানালেন ডেপুটেশন দিতে আসা শিক্ষক শিক্ষিকারা।
শিক্ষকদের দাবি, যেসব বিদ্যালয়ে কারিগরি দপ্তরের সহায়তায় এই স্কিম চলছে উত্তর দিনাজপুরে সেইসব প্রতিটি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের বছরের শুরুতে পাঠ্যপুস্তক ও ল্যাব পরিকাঠামো অবিলম্বে গড়ে তুলতে হবে, পাঠ্য পুস্তক ও ল্যাব চালু করতে হবে। এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপ চাই। সরকারি শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই বেসরকারী এজেন্সি দ্বারা পরিচালনা করা যাবে না। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে উপস্থিত না থাকায়, তাঁর হয়ে অবশ্য ডেপুটেশন জমা নেন সহ জেলা বিদ্যালয় পরিদর্শক।

Leave a Comment