



#রায়গঞ্জঃ বিগত বছর রাজ্য সরকার রাজবংশী সমাজের পথপ্রদর্শক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করলেও উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে পঠনপাঠন চলছিল বলে অভিযোগ উঠেছিল। এরকম পরিস্থিতিতে, এবছর আগামী ১লা ফাল্গুন বা ১৪ই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে যাতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে যথাযোগ্য মর্যাদায় ওই দিনটিতে সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।
সেজন্য উদ্যোগ নিল রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সদস্যরা। জানা গেছে, আগামী ১৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার পঞ্চানন বর্মার জন্মদিবস। রাজবংশী জনসমাজের মধ্যে তাঁর প্রভাব ও অবদান চিরস্মরণীয়। রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায় বলেন, পশ্চিম বঙ্গ সরকার এই দিনটিকে এবছরেও ছুটির তালিকায় রেখে সম্মান প্রদর্শন করেছেন।
কিন্তু বিগত বছরে দেখা যায় রায়গঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে পঠনপাঠন চলছিল। এতে একজন মনিষীর প্রতি অসম্মান করা হয় বলে আমাদের মনে হয়। আমাদের উদ্যোগে ওই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পঠনপাঠন বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন শিক্ষা দপ্তরের আধিকারিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। এবছর যাতে এমন কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেজন্য আমরা আগেই উদ্যোগ নিয়েছি।
এবং জেলা প্রাথমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে লিখিত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছি। এদিন রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির পক্ষে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সম্পাদক শ্যামাপদ রায় এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের হয়ে স্মারকলিপি জমা নেন মাধ্যমিক এআই প্রশান্ত পান্ডে এবং এডিআই, প্রাথমিক, বানীব্রত দাস।
এবছর যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মনিষী পঞ্চানন বর্মার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়, সেজন্য শিক্ষা দপ্তরের আধিকারিকের দ্রুত পদক্ষেপ নিয়েছেন বলে জানালেন রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সদস্যরা।
