





#মালবাজার: ডুয়ার্সের চা বলয়ের মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৯৪৮ সালে গুটিগুটি পায়ে শুরু হয়েছিল পথ চলা। শনিবার সেই ডামডিম গজেন্দ্র বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সূচনা উদযাপিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে। আর এই বর্ষপূর্তির অনুষ্ঠান চলবে আগামীকাল তথা রবিবার পর্যন্ত। বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছে এই বিদ্যালয়। শনিবার বিদ্যালয়ে প্রদীপ জ্বালিয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ষপূর্তির মূল অনুষ্ঠানের অনুষ্ঠানিক উন্মোচন হয়।


উপস্থিত ছিলেন মালবাজার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর রথীন্দ্রনাথ সরকার, মালবাজার থানার আইসি সুজিত লামা, মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বারা, সদস্য সুশীল কুমার প্রসাদ, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা শৈব, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৌশিক রায়, বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎস কর সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদ্যালয় এর বর্ষপূর্তি উৎসবকে কেন্দ্র করে রয়েছে বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, এলাকার শিল্পী এবং বহিরাগত শিল্পী দ্বারা দুইদিন ব্যাপী বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান।


সুদূর কলকাতা থেকে আগত শিল্পীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন। বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক উৎস কর বলেন, “মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার এই বিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তনীরাও এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় বিদ্যালয়। দুদিনব্যাপী বর্ণাঢ্য বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে”।


উৎসব কমেটির চেয়ারম্যান সুশিল কুমার প্রসাদ বলেন, “৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় এর প্রাক্তনী দের বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। সাথে কৃতিদের পুরস্কার বিতরণী সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে”। অনুষ্ঠানের প্রথম দিনে বিদ্যালয় এর তরফে “স্মরণিকা” নামাঙ্কিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক উন্মোচন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর রথীন্দ্রনাথ সরকার।

প্রসঙ্গত এই ম্যাগাজিনে বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী সহ প্রাক্তনীদের নিজস্ব লেখা স্থান পেয়েছে। বহু প্রাক্তনীকেই দেখা গেল এদিন নিজের বিদ্যালয়ে ফিরে এসে পুরনো সেই স্মৃতিচারণা করতে। অনেকেই এদিন ছিলেন আবেগ তাড়িত এবং আপ্লুত।





