





#ইসলামপুর: ইসলামপুর কলেজের সীমানা প্রাচীর দেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে প্রাথমিকভাবে জমির মাপ যোক করা হলো শনিবার।
ইসলামপুর কলেজে সীমানা প্রাচীন না থাকার কারণে বারবার রাতের অন্ধকারে অসামাজিক কাজের অভিযোগ উঠে আসছিল। এ বিষয়ে কলেজের টিচার ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাস, ইসলামপুর মহকুমা শাসক ও পৌরসভার চেয়ারম্যান এর কাছে সমস্যা সমাধানের ব্যাপারে লিখিত আবেদন করে।


সেই আবেদনের ভিত্তিতে শনিবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ইসলামপুর কলেজের জমির মাপঝোক করে সীমানা চিহ্নিত করে। এই ব্যাপারে কলেজের টিচার ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাস বলেন, এদিন জমির মাপ যোক করার পর জানা গেছে প্রায় ১৬ একর জমি কলেজর মালিকানাধীন রয়েছে রয়েছে।


এতদিন সীমানা প্রাচীর না থাকার কারণে ওই এলাকায় বেশ কিছু বাড়িঘর এবং দোকানপাট কলেজের সীমানার মধ্যে তৈরি হয়েছে। পাশাপাশি তিনি জানান এলাকাবাসীর অসুবিধা করে সীমানা প্রাচীর তৈরি হবে না, তাদের জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়া হবে। তবে এলাকাবাসী কেউ এ ব্যাপারে সহযোগিতা করার আবেদন করেন তিনি।


অন্যদিকে এ বিষয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম বলেন সীমান্ত প্রাচীর না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠে আসছিল বারবার। শনিবার জমির মাপার কাজ সম্পন্ন হয়েছে। অতি দ্রুত প্রাচীর তৈরির কাজে হাত দেওয়া হবে। এবং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে যাতে কলেজ চত্বরে কোনরকম অসামাজিক কাজকর্ম না হয়।






