



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পরিচালনায় শনিবার দিনভর আয়োজিত হল এক আকর্ষণীয় ভলিবল প্রতিযোগিতা। এদিন রায়গঞ্জ ব্লকের মালঞ্চা হাই স্কুলের মাঠে এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জেলার ১৪টি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা অংশ নিয়েছিল বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি দেবব্রত অধিকারী।


তিনি বলেন, করোনা আবহে ২ বছর বন্ধ থাকলেও আমরা নিয়মিত শিক্ষক, শিক্ষাকর্মীদের নিয়ে এই ভলিবল প্রতিযোগিতা আয়োজন করে আসছি। এতে একদিকে যেমন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগসূত্র তৈরি হয়, তেমনি সকলের মধ্যে সৌহার্দ্য মূলক পরিবেশ গড়ে ওঠে। তিনি জানান, এদিনের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে কর্নজোড়া হাই স্কুল ও মহারাজাহাট হাই স্কুল।


খেলায় কমলা রানী স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেন রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুল এবং সঞ্জীব বোস (কানু) স্মৃতি রানারআপ কাপ জিতে নেন মহারাজাহাট হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা। তিনি জানান, এদিন এই প্রতিযোগিতা মূলক খেলার উদ্বোধন করেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। উপস্থিত ছিলেন আয়োজক মালঞ্চা হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার রায় সহ সমিতির নেতৃত্বরা।








