News Britant

কচিকাঁচাদের নিয়ে তাবুতেই হিমতার ১২তম আব্দুলঘাটা প্রকৃতি পাঠ শিবির 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ইট, কাঠ, পাথরের জঞ্জালে যখন প্রকৃতি ভারাক্রান্ত, যখন স্মার্টফোনের নেশায় কচিকাঁচারা বুঁদ হয়ে থাকতে চায়, ঠিক তখনই প্রকৃতির কোলে থেকে ২দিনের প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করল রায়গঞ্জের একটি প্রকৃতি প্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশন। এই শিবিরে অংশ নিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ৪৩ জন মত খুদে, এমনটাই জানালেন আয়োজক সংগঠনের সম্পাদক অপর্ণা চক্রবর্তী।
তিনি বলেন, এই শিবিরে একদিকে যেমন গাছ পালা, পশু, পাখি চেনানো হয়, তেমনি রিভার ক্রশিং, ট্রি ক্লাইম্বিং, কমান্ডো ওয়াক সহ একাধিক এ্যাডভেঞ্চার এ্যাক্টিভিটি করানো হয়। সংগঠনের সভাপতি ড. পীযুষ দাস বলেন, বিগত ২ বছর করোনা আবহে এই ক্যাম্প বন্ধ ছিল। কিন্তু প্রকৃতিকে বাঁচাতে এবং খুদেদের মধ্যে প্রকৃতির প্রতি সহমর্মিতা গড়ে তুলতে আবারও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের আব্দুলঘাটা উপবনে গিয়ে দেখা গেল, বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খুদেরা অরণ্যের মাটিতে বসে নানাধরণের জিনিস শিখছে। ১২তম আব্দুলঘাটা প্রকৃতি পাঠ শিবির উপলক্ষে সেজে উঠছে আব্দুলঘাট উপবন। জেলার বিভিন্ন অংশের ৪৩ জন ট্রেনী এই শিবিরে অংশ নিয়েছে বলে জানিয়েছেন শিবিরের ম্যানেজার সুজয় ভৌমিক।
তিনি জানান, এদিন পতাকা উত্তোলন করে এই শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. পীযুষ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। দুদিনের এই শিবিরে অংশ নিয়েছে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের পড়ুয়া শুভদীপ মোদক, দূর্গাপুর পাবলিক স্কুলের পড়ুয়া ফিজা আখতার, সারদা শিশু তীর্থের গৈরিকা আচার্য,  কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের সায়ন্তন দেবনাথ, সারদা শিশু তীর্থের সাত্বিক ভদ্র, সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমের উষনা মন্ডল সহ বিভিন্ন ব্লকের খুদেরা।
এদের মধ্যে শিবিরে প্রথম বার অংশ নিয়েছে সারদা শিশু তীর্থের ছাত্রী গৈরিকা আচার্য। শিবিরে আগ্রহ নিয়ে শিখতে এসেছে সে। ছোট্ট গৈরিকা বলে, অনেক কিছু শিখব বলে এসেছি। নতুন নতুন বন্ধু পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে। আগামী সোমবার সকালে সংগঠনের পতাকা নামিয়ে  এই শিবিরের পরিসমাপ্তি হবে।

Leave a Comment