News Britant

শহরে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মালবাজার শহরে আবারো ঘটলো চুরির ঘটনা। আর এবার শহরের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীতে গৌরব রায় (রাজা)’র বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। প্রসঙ্গত জানা গেছে, শনিবার রাতে চোরের দল গৌরব বাবুর বাড়ির কলাপসেবল গেট এবং দরজা ভেঙে চোরের দল বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে গৌরববাবুর পিসিমা এবং বয়স্ক মা থাকতেন। পিসিমা বাইরে থাকায় বয়স্ক মাকে গৌরব বাবু পাশেই থাকা আরও একটি নিজের বাড়িতে রেখেছিলেন। কার্যত পিসির বাড়ি ছিল ফাঁকা।
আর ফাঁকা বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। ঘরের ভেতরে থাকা সমস্ত আলমারি সহ বিছানা পত্র ওলটপালট অবস্থায় পড়েছিল। চোরের দল প্রত্যেকটি আলমারি সহ লকার ভেঙে ফেলে। রবিবার সকালে দোকানে যাবার পথে গৌরব বাবু প্রথম রাস্তা থেকে বাড়ির দরজা খোলা অবস্থায় রয়েছে দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করলে চুরির ঘটনাটি সামনে আসে।
সোনার গহনা সহ লক্ষাধিক টাকার ওপরেই চুরি গেছে বলে প্রাথমিকভাবে অনুমান পরিবারের সদস্যদের। চুরির ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। এর আগেও মালবাজার শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে পুলিশের সফলতা আসলেও কয়েকটি ক্ষেত্রে এখনো সফলতা অধরাই রয়েছে।
আর শহরের বিভিন্ন জায়গায় বারংবার চুরির ঘটনায় স্তম্ভিতও শহরবাসী। প্রশ্ন উঠেছে শহরের বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরার কার্যকরী ভূমিকা নিয়েও। এদিনের নিজের বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে গৌরব বাবু বলেন, “বাড়িতে এইভাবে চুরি হবে কোনদিন ভাবিনি।
ঘরে থাকা সমস্ত কিছুই খোয়া গেছে। ঘরের ভেতরে থাকা ঠাকুরের সোনার গহনা সহ আলমারিতে থাকা  সমস্ত মূল্যবান জিনিসই চুরি গেছে। চুরির বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে”। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment