News Britant

উদ্বোধন হয়েছে কিন্তু খোলেনি স্টেডিয়ামের দরজা, ক্ষুদ্ধ ক্রীড়া মহল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর স্টেডিয়াম। কয়েক দশক ধরে এই দাবি উঠেছিল ক্রীড়াপ্রেমী মানুষজনের থেকে। অবশেষে স্টেডিয়াম নির্মাণের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। কয়েক বছর আগে এই স্টেডিয়ামটির শিলান্যাস হয়েছিল। তবে শুরুতে স্টেডিয়াম কোথায় হবে সেই জায়গা নির্বাচন নিয়েও যথেষ্ট ক্ষোভ ছড়িয়ে ছিল ক্রীড়ামহলে। কিন্তু তারপর শেষমেশ স্টেডিয়ামের কাজ শুরু হয়।
তবে কচ্ছপের গতিতেই চলছিল কাজ। বর্তমানে একদিকে যেমন বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে অন্যদিকে বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে। স্টেডিয়াম বিল্ডিংয়ের যেসব কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলি আবার ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। অনেক জায়গাতেই জানালার কাঁচ ভেঙে পড়ছে খসে পড়ছে পলেস্তারাও। এই স্থানটি বর্তমানে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে।
এরই পাশাপাশি আবার উল্টো চিত্রও দেখা গিয়েছে। পরিপূর্ণ স্টেডিয়ামের অনেক কাজই এখনো বাকি রয়েছে। তার মধ্যেই উস্কে দিয়েছে আরেক বিতর্ক। এমন বেহাল অবস্থা তেই স্টেডিয়ামের উদ্বোধন হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে গাজোলের সরকারি জনসভা থেকে এই প্রকল্পের উদবোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না।
এখন কত দিনে এই স্টেডিয়ামের পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হয় সর্বসাধারণের জন্য তার দ্বার উদ্ঘাটন হবে সে দিকে তাকিয়ে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন। এই স্টেডিয়াম তৈরি হলে এলাকার ছেলেমেয়েদের খেলাধুলোর সুবিধে হবে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল জানান, এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। বিষয়টি দেখছেন ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ। সমস্ত বিষয়ে তাদের হাতেই রয়েছে। তবুও এ বিষয়ে তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন।

Leave a Comment