News Britant

সাইকেল চুরির অপরাধে এক ব্যক্তিকে গণপ্রহারের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সাইকেল চোরকে গণপ্রহার ঘটনায় উত্তেজনা ছড়ালো চোপড়ার রাঙ্গাগজ মাছের আড়ত এলাকায়।  স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় বেশ কিছুদিন ধরে সাইকেল মোবাইল এবং অন্যান্য জিনিস ছিনতাই এর  অভিযোগ উঠে আসছিল। গত শুক্রবার মাছের আড়ত থেকে একটি সাইকেলে চুরি হয়। আজকেও এক ব্যক্তিকে মাছের আড়তের সাইকেল স্ট্যান্ডের পাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়।
স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি চুরির কথা স্বীকার করে নেয়।  এরপর ক্ষিপ্ত জনতা  ওই ব্যক্তিকে মারধর করে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Leave a Comment