News Britant

আদিবাসী সমাজের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ পিছিয়ে পড়া আদিবাসী সমাজের জন্য যে গুটিকতক সংস্থা সারা বছর নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করে আসছে, তাদের মধ্যে একটি সংস্থা রবিবার সকালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিল রায়গঞ্জ ব্লকের ছটপড়ুয়া এলাকায়। এদিন তারা সকাল থেকে শুরু করে বহু আদিবাসী সমাজের মানুষের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ওষুধপত্র তুলে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, রায়গঞ্জের বিভিন্ন আদিবাসী এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ নিয়ে কাজ করে চলেছে ডক্টর অশোক ব্রহ্মে নামাঙ্কিত ফাউন্ডেশন। এদিন তারা রায়গঞ্জের ছট পারুয়ায় আদিবাসী প্রধান এলাকায় দুঃস্থ মানুষদের স্বাস্থ্যপরিসেবা প্রদান করে। সংস্থার পক্ষে চিকিৎসক অনিন্দ্য ব্রহ্ম জানান, আগামীতে রায়গঞ্জের অন্যান্য প্রত্যন্ত এলাকায় ও স্বাস্থ্যপরিসেবা প্রদান করতে চাই আমরা।
আইনজীবী দুলাল কুন্ডু জানান, এখনও পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য পাইনি আমরা। ফাউন্ডেশন এর সদস্য ও সদস্যাদের সামান্য মাসিক অনুদানেই কাজ করে যাচ্ছি আমরা। সরকার এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি আর্থিক সাহায্যের হাত একটু বাড়িয়ে দেন, আমরা আরো বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভানু পালের মত স্বনামধন্য ভাস্কর্য শিল্পীরা।

Leave a Comment