News Britant

মাদ্রাসার জেলা ক্রীড়া ঘিরে ইটাহারে উৎসবের মেজাজ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইটাহারঃ উত্তর দিনাজপুর জেলা ১৩তম বার্ষিক জেলা ভিত্তিক মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে রবিবার দুপুরে উৎসবের মেজাজ পরিলক্ষিত হল ইটাহারে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের ভিড় ও উৎসাহে জমজমাট হয়ে ওঠে ইটাহার হাই স্কুলের মাঠ। জানা গেছে, রবিবার উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে ইটাহার হাই স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, মাদ্রাসা স্কুল স্পোর্টসের রাজ্য কমিটির সদস্য আব্দুস সাকির, জেলা আধিকারিক লরেন লেপচা, জেলা মাদ্রাসা স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক মহম্মদ হেবজুর রহমান, জেলা মাইনোরিটি সেলের সভাপতি হাজি আব্দুল কাদের, ডালিমগাঁও স্কুলের শিক্ষক তথা উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক প্রসুন কুমার দত্ত, আবু তাহের সহ অন্যান্যরা।
জেলা ভিত্তিক হাই, জুনিয়র, সিনিয়র, মদ্রাসা শিক্ষা কেন্দ্র মিলিয়ে এদিনের বার্ষিক খেলায় মোট ১১২ টি স্কুলের ৬৩৩ জন পড়ুয়া দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলায় অংশ নেয়।  আগামী সোমবার এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হবে।

Leave a Comment