





#রায়গঞ্জঃ নির্বাচিত রায়গঞ্জ পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে আগেই। এখন প্রশাসক মন্ডলীর তত্ত্বাবধানে চলছে রায়গঞ্জ পৌরসভার নাগরিক পরিষেবা। এরকম অবস্থায়, আসন্ন রায়গঞ্জ পৌরসভার পৌর নির্বাচনকে সামনে রেখে দলবদল করে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এলেন রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫০ জন বাসিন্দা।


এত বড় পরিমান বাসিন্দা তৃণমূলে যোগদান করায় আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বলে জানালেন ওই ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব ভট্টাচার্য। তিনি জানান, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মূলত তাঁরই নেতৃত্বে রবিবার রায়গঞ্জের ৬নং ওয়ার্ডে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে প্রায় ২৫০জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।


এদিন নেতাজী শান্তি ক্লাব ময়দান চত্ত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর হাত ধরে এই যোগদান কর্মসুচীতে তৃনমুলের দলীয় পতাকা হাতে তুলে নেন যোগদানকারীরা। এছাড়াও বিধায়কের অফিসে আবেদনকারী লোকেদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হয়।


এদিনের কর্মসূচি তে কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদক পম্পা সরকার, ওয়ার্ড কো অর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্য, বাবুলাল চৌহান সহ অন্যান্য স্থানীয় বাসিন্দরা। এরপর কৃষ্ণ কল্যানী বলেন, এই ৬ নম্বর ওয়ার্ডটিতে বেশ কিছু সমস্যা রয়েছে। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হলে এই ওয়ার্ডের সব মানুষের দায়ভার আমি নিজে মাথায় তুলে নেব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবো।






