





#কোচবিহারঃ কোচবিহার জেলা আদালতের মালখানায় সেনাবাহিনীর হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এমন পরিস্থিতিতে, নজরদারিতে গাফিলতির অভিযোগে মুখ খুলেছেন কোচবিহারের পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। জেলা পুলিশ সূত্রে জানা যায, গত ৭ ই ফেব্রুয়ারি কোর্ট চত্বরের মালখানায় উদ্ধার হয় একটি হ্যান্ড গ্রেনেড। মালখানার ঘরে উদ্ধার হওয়া গাজার প্যাকেটের নিচে এই হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।


এরপরেই পুলিশের বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। কিন্তু তাদের কাছে এই হ্যান্ড গ্রেনেডকে নিষ্ক্রিয় করার মত পরিকাঠমো নেই বলে তারা জানান। এরকম পরিস্থিতিতে আরও জটিলতা কাটাতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ির সেনা ছাউনিতে। খবর পেয়ে রবিবার দুপুরে ছুটে আসেন কেন্দ্রীয় বোম স্কোয়াড। সেনাবাহিনীর একটি টিম আজ সকালে কোর্ট চত্বরে এসে পৌঁছায়, তারপর তারা এই নিষ্ক্রিয় করে ওই হ্যান্ড গ্রেনেড।


কিভাবে ওই হ্যান্ড গ্রেনেড কোর্টের মালখানায় এল, কে রাখলো, সে নিয়ে তদন্ত শুরু করেছে কোচবিহারের পুলিশ। এদিকে, কেন্দ্র সরকারের অস্ত্র কারখানায় তৈরি হওয়া এই গ্রেনেড যে কেন্দ্র সরকারের সেনাবাহিনীর গাফিলতিতেই বাইরে বেরিয়ে এসেছে, সে বিষয়ে মুখ খুললেন কোচবিহারের পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের গাফিলতি। তদন্ত শুরু হয়েছে।








